ব্রেকিং নিউজ
মসজিদে তালা দিয়ে অগ্নিসংযোগ করে ১১ মুসল্লিকে হত্যা ক্যান্সার আক্রান্ত স্কুলছাত্রের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন "সুন্দরবন নিউজ" ‘কেস খেলবা, আসো অভিনেত্রী নিপুণকে ডিপজল হাদিসের প্রভাষক শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সুধা রানীর ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ দেওয়ায় জাবি ছাত্রীকে অর্থদণ্ড এবং দুই ছাত্র বহিষ্কার খুলনা পাইকগাছায় ২১বছর পর ৫৫টি পরিবার পেল নতুন যাতায়াতের রাস্তা
×

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২২/৩/২০২৩, ২:৫৩:৫৫ AM

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে রোজা শুরু ২৩ মার্চ বৃহস্পতিবার

সৌদি আরবে মঙ্গলবার পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ২২ মার্চ হবে শাবান মাসের শেষদিন এবং রমজান মাস শুরু হবে আগামী ২৩ মার্চ (বৃহস্পতিবার)। আজ মঙ্গলবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে হারামাইন শরিফাইন এ তথ্য জানিয়েছে। সৌদি ছাড়াও কাতার, আমিরাত, কুয়েত, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশেও রোজা শুরু হবে বৃহস্পতিবার।

সৌদি আরবে মঙ্গলবার পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ২২ মার্চ হবে শাবান মাসের শেষদিন এবং রমজান মাস শুরু হবে আগামী ২৩ মার্চ (বৃহস্পতিবার)। আজ মঙ্গলবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে হারামাইন শরিফাইন এ তথ্য জানিয়েছে। সৌদি ছাড়াও কাতার, আমিরাত, কুয়েত, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশেও রোজা শুরু হবে বৃহস্পতিবার। এর আগে, সৌদি সুপ্রিম কোর্ট খালি চোখে বা বাইনোকুলারের মাধ্যমে চাঁদ দেখার বিষয়ে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছিল।

যদিও চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আবারও বৈঠকে বসবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি। অপরদিকে, সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামী বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে। আগামী ২২ মার্চ হবে শাবান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে ১.৯ বিলিয়নেরও বেশি মুসলিম তাদের পবিত্র মাসটি উদযাপন করবে। এই সময় তারা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার থেকে বিরত থাকবে।